পত্নীতলায় গৃহহীনের মাঝে গৃহদান কর্মসূচী উদ্বোধন

পত্নীতলায় গৃহহীনের মাঝে গৃহদান কর্মসূচী উদ্বোধন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা থেকেঃ
মুজিব বর্ষ উপলক্ষে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কর্মকর্তা ও সুপারভাইজারদের নিজস্ব অর্থায়নে নওগাঁর পত্নীতলায় গৃহহীনের মাঝে গৃহদান কর্মসূচী উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার চকজয়রাম গ্রামে গৃহ নির্মাণের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রানালয় সর্ম্পকৃত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার বাবলু।

এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জি.এম নুরুল ইসলাম সরকার, পত্নীতলা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডি.জি.এম (কারিগরী) প্রকৌশলী রিপন কুমার দাম, ডি.জি.এম শাহিনুর ইসলাম তালুকদার, এ.জি.এম (প্রশাসন) দেলোয়ার হোসেন সহ সুধীজন প্রমুখ।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কর্মকর্তা ও সুপারভাইজারদের নিজস্ব অর্থায়নে মুজিব বর্ষ উপলক্ষে গৃহদান কর্মসূচী হিসাবে উপজেলার চকজয়রাম গ্রামের মাহমুদা বেগমকে এই গৃহনির্মাণ করে দেওয়া হচ্ছে বলে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ২ সুত্রে জানাগেছে। যার প্রাককালিন মূল্য নিধারন করা হয়েছে প্রায় ২ লক্ষ টাকা।

-ডেআর

Print Friendly, PDF & Email
FacebookTwitter