পুলিশের গুলিতে উড়ে গেল শিশুর মাথার খুলি

পুলিশের গুলিতে উড়ে গেল শিশুর মাথার খুলি

সারাদেশঃ
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়। গুলিতে শিশুটির মাথার খুলি উড়ে যায়।

বুধবার উপজেলার বাচোর ইউনিয়নের ভিএফ বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটের ফল ঘোষণা করার সময় এ ঘটনা ঘটে।

উপজেলার বাচোর, নন্দুয়ার ও হুসেনগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ হয়। নিহত শিশু মিডডাঙ্গী দিঘীপাড়া এলাকার বাদশাহ মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোটের ফল দেখতে শিশুটিকে কোলে নিয়ে ওই কেন্দ্রে আসেন তার মা।

ভোটের ফল নিয়ে মেম্বার প্রার্থী জলিল ও ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছোড়ে দায়িত্বরত পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, পুলিশের গুলিতে একটি শিশু নিহত হয়েছে।

স্থানীয়রা ভোটের ফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়।

-টিপু

Print Friendly, PDF & Email
FacebookTwitter