অনলাইনঃ

রাজধানীর কুর্মিটোলায় পথচারিদের উপর একটি প্রাইভেট কার উঠে গেলে নারী-শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।

১৩ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ১১ জনের নাম জানা গেছে, তারা হলেন- ফরিদ, রাজ্জাক, আজিম, রাজিব, রাশেদ, বক্কর, আজিজুল ইসলাম, সালমা, রহিমা, মাকসুদা ও নাজমা।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি শাহান হক বলেন, ‘বাসের জন্য অপেক্ষমান পথচারিদের উপর প্রাইভেট কারটি উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।’

তিনি আরো বলেন, ‘আহতদের মধ্যে চারজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া এক শিশুসহ পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

অপর এক আহতকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily