অর্থনীতিঃ

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও আই ক্লিক সল্যুশনস লিমিটেডের মধ্যে কম্প্রিহেন্সিভ ভিসা, মাস্টারকার্ড এন্ড চায়না ইউনিয়ন পে ব্র্যান্ডেড ডেবিট এন্ড ক্রেডিট কার্ড, প্রিপেইড এন্ড থ্রিডি সিকিউর সাপোর্টেড কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ক্রয়ের জন্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আই ক্লিক সল্যুশনস লিমিটেড কর্তৃক সরবরাহকৃত এই কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমটি (সিএমএস) মূলত সিল্ভারলেক সিমেট্রি অফ মালয়েশিয়ার।

উক্ত অনুষ্ঠানে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম আউলিয়া এবং আই ক্লিক সল্যুশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মাদ সালাহউদ্দিন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

আরও পড়তে পারেন:

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল সার্ভিস বিভাগের প্রধান জনাব সৈয়দ নওশের আলী, উপব্যবস্থাপনা পরিচালক ও মানব সম্পদ বিভাগের প্রধান জনাব নাজিমুদ্দৌলা চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) জনাব সৈয়দ আবুল হাশেম, উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার (সিওও) জনাব ছামি করিম; জনাব ওমর ফারুক ভুঁইয়া, কনসালট্যান্ট, কার্ড প্রজেক্ট। এছাড়াও আই ক্লিক সল্যুশনস লিমিটেডের জনাব মারুফ আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily