খেলার খবরঃ
বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে মালদ্বীপকে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ পৌঁছে গেছে ফাইনালের কাছাকাছি।

এর আগে শ্রীলঙ্কা, ভারতকে হারায় বাংলাদেশ। আজ তাদের টানা তৃতীয় জয়। শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে আগামী ২ আগস্ট।

শুক্রবার রাতে ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় ম্যাচে মিরাজুল-রফিকুলরা একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলেছে।

আর এতেই হার মেনেছে মালদ্বীপ। চার গোলের তিনটিই করেন মিরাজুল ইসলাম।

এবার অপেক্ষা নেপাল ও ভারতের বাকি দুই ম্যাচের।

শুক্রবার খেলার শুরুর ২০ মিনিটে প্রথম গোল, ২২ মিনিটে দ্বিতীয় গোল, ৩২ মিনিটে তৃতীয় গোল এবং ৪২ মিনিটে চতুর্থ গোল করে বাংলাদেশ।

বিপরীতে ৫৩ মিনিটে গিয়ে জাফরের গোলে ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করে মালদ্বীপ।

বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০, পরের ম্যাচে ভারতকে ২-১, ঠিক পরের ম্যাচেই মালদ্বীপকে হারিয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily