অনলাইনঃ
ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলামের ১০ বছর বয়সী মেয়ে ফাইজা তাহমিনা সূচি মাইক্রোবাসের নীচে চাপা পড়ে মারা গেছেন।

মঙ্গলবার সকালে বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিলেন সূচী। উত্তরার দিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার বদলে তার লাশ নিয়ে ফিরতে হয় ফাইজুলকে। সূচি উত্তরা মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

তুরাগ থানার ওসি নুরুল মুত্তাকিন বলেন, মাইক্রোবাসটি সূচিকে চাপা দেওয়ার পর দ্রুত তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মাইক্রোবাসটি কোনো একটি শ্যুটিং ইউনিটে যাচ্ছিল। ঘটনার পর চালক ও মাইক্রোবাসের অন্য সবাই পালিয়েছে।

স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাইক্রোবাসের রেজিস্টেশন দেখে মালিক ও চালককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily