সারাদেশঃ

বগুড়ার শিবগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে তিন জন প্রাণ হারিয়েছেন। এদের দুইজন শিশু ও একজন নারী। এ দুর্ঘটনায় আরো ৬ জন আহত হয়ে চিকিৎসাধীন। গতকাল ২৪ অক্টোবর, বৃহস্পতিবার  রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উপজেলার রহবল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর বেগম (২২) ও তার আড়াই বছরের শিশু কন্যা মুনজিলা এবং দিনাজপুরের কাহারোল উপজেলার তারাগাও গ্রামের আল আমিনের ৩ বছর বয়সী শিশু সন্তান মেহেদী হাসান।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও থেকে রাহবার পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি ঢাকা যাচ্ছিলো। রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জের রহবল পুলিশ বক্সের কাছাকাছি এসে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এসময় বাসটি উল্টে গিয়ে পাশের ধানক্ষেতে পড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ৩ বছর বয়সী এক ছেলে, এক কন্যা শিশু ও এক নারী। এ ঘটনায় আহত আরো ৬ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আব্দুল কাদের জিলানী।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily