সারাদেশঃ
ময়মনসিংহ শহরে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিনগত রাত দুইটার দিকে শহরের মৃত্যুঞ্জয় স্কুল এলাকায় স্থানীয় ডিফেন্স পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রেজাউল করিম রাসেল। তিনি শম্ভুগঞ্জের হরিপুর এলাকার জালাল উদ্দিন ওরফে জালাল ডিলারের ছেলে।

নিহত রাসেলের বড় বোন জেসমিন আক্তার জানান, সোমবার দিনগত রাত দুইটার দিকে মৃত্যুঞ্জয় স্কুল এলাকার স্থানীয় ডিফেন্স পার্টির কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাসেলকে জখম করে। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ মাঠে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily