নিজস্ব প্রতিবেদকঃ
২৭ আগস্ট, মঙ্গলবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘YFS Youth Forum 2019’ যাত্রা শুরু করলো। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের, সহকারী পরিচালক (এমসিএইচ ইউনিট), ডাঃ মনজুর হোসেন, সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক, এস এম সৈকত, তরুণ অ্যাডভোকেট, মেডিকেল শিক্ষার্থী এবং মিডওয়াইফসের উপস্থিতিতে সিরাক-বাংলাদেশের এ আয়োজনটি ছিল মনে রাখার মত ।
ফোরামটি তরুণদের জন্য জনগণের সমর্থনের পক্ষে পুনর্জীবিত করতে নীতিনির্ধারকদের মধ্যে একটি সেতুবন্ধনের সুযোগ তৈরি করবে। আর ‘আরএইচআরএন’ প্ল্যাটফর্মের সহযোগীতায় ফোরামটি উদ্বোধন করা হয়।
সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক, এস এম সৈকত আনুষ্ঠানিকভাবে তরুণ অ্যাডভোকেটদের জন্য ফোরামটি উদ্বোধন করেন এবং মানসম্পন্ন যুববান্ধব পরিষেবা নিশ্চিত করতে আরও বেশি মনোনিবেশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি তরুণ অংশগ্রহণকারীদের তাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হতে অনুপ্রাণিত করেছেন।
সহকারী পরিচালক (এমসিএইচ ইউনিট), পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে ছিলেন ডাঃ মনজুর হোসেন, যিনি তরুণ এবং কিশোর-কিশোরীদের যুববান্ধব সেবা নিশ্চিতকরণে পরিসেবা প্রদানকারীদের সহায়তা করার জন্য তাদের সাথে সক্রিয়ভাবে কাজ করার প্রস্তাব দিয়েছেন। তিনি যুব-বান্ধব কেন্দ্রগুলির মাধ্যমে তরুণ এবং কিশোর-কিশোরীদের পরিবার পরিকল্পনার তথ্য সম্পর্কে অবগত করার উপর জোর দিয়েছেন।
অন্যান্যের মধ্যে ছিলেন সিরাক-বাংলাদেশ প্রতিনিধি তাসনিয়া আহমেদ, রোকনল রাব্বি, নুসরাত শারমিন রেশমা, নাজমুল হাসান অস্কার প্রমুখ।
-শিশির