সারাদেশঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় নতুন আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস।

সাইফুল ফেরদৌস জানান, যে ১৫ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে রাজশাহীর ৮, চাঁপাইনবাবগঞ্জের ৬ ও নাটোরের ১ জন রয়েছে।

তিনি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে ৩৭৩ জনের আর শনাক্ত হয়েছে ১৪৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮.৩৩ শতাংশ।

এদিকে আজ শুক্রবার (১১ জুন) বিকেল ৫টা থেকে ১৭ তারিখ মধ্যরাত পর্যন্ত রাজশাহীতে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন।

-একেটি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily