রাজনীতিঃ
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক রাত ১০টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে মাজার জিয়ারত করেছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে, বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে কুরআন তিলাওয়াত করতে একটু আগে গুলশানের বাসা থেকে রওনা করেছেন। 

এ বিষয়ে তারেক রহমানের কন্যা ও ও বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতনি তার ফেসবুক পেজে লিখেছেন,”আলহামদুলিল্লাহ
সাধারণ মানুষের যানজট ভোগান্তির কথা চিন্তা করে
“অসুস্থতার মধ্যেও রাতের বেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা জানানো সত্যিই অনুপ্রেরণার বিষয়। দেশপ্রেম আর দৃঢ় মনোবল – এই দুই গুণই দেশনেত্রী খালেদা জিয়াকে আলাদা করে তোলে। আল্লাহ যেন তাঁকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন।”

প্রসঙ্গত, ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন খালেদা জিয়া।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।