বিনোদনঃ

চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ডদল স্পার্কের সাবেক ভোকালিস্ট মো. আব্দুল বাসেতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল ১৯ এপ্রিল, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর বক্সিরহাট বদর আউলিয়ার মাজারসংলগ্ন বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

আব্দুল বাসেত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থারও নির্বাহী সদস্য ছিলেন।

পুলিশের ধারণা, পারিবারিক বিরোধ ও ব্যবসা-বাণিজ্যের মন্দা থেকে হতাশায় আত্মহত্যা করেছেন বাসেত।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) শেখ খলিদ বলেন, ‘ধারণা করছি ব্যবসা-বাণিজ্য মন্দা, পারিবারিক কলহ থেকে হতাশায় তিনি আত্মহত্যা করেছেন।’

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

স্পার্কের সাবেক ভোকালিস্ট আব্দুল বাসেত বক্সিরহাট ওয়ার্ডের সাবেক কমিশনার (কাউন্সিলর) মৃত এস এম আব্দুল হামিদের একমাত্র ছেলে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily