সৌদি-ওমান প্রবাসীরা ১ অক্টোবর থেকে কর্মস্থলে ফিরতে পারবেন

কূটনৈতিকঃ

সৌদি আরব ও ওমান প্রবাসী বাংলাদেশিরা ১ অক্টোবর থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বাতিল হওয়া সকল ফ্লাইট এদিন থেকে চালু হবে বলে জানিয়েছেন তিনি।

আজ ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রী।

এসময় সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানে টিকিট করাতে ইচ্ছুক ব্যক্তিদের বিশৃঙ্খলা না করে ভিসার জন্য ধৈর্য ধরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

সৌদি আরব থেকে ছুটিতে আসা শ্রমিকদের বেশিরভাগই বর্ধিত ২৪ দিনের মধ্যেই ফিরে যেতে পারবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, যারা যেতে পারবে না, তাদের বিষয়েও আলোচনা চলছে।

তিনি বলেন, ‘ওমানের প্রবাসীরাও ১ অক্টোবর থেকে কাজে ফিরতে পারবেন।’

তবে দেশ দুটিতে যারা যাচ্ছেন তাদের পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং সেখানে পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও জানান মন্ত্রী।

এসময় একে আব্দুল মোমেন আরো জানান, যেসব প্রবাসী শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবার থেকে নতুন ভিসা দেয়া হবে।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter