স্বামী-স্ত্র, মা-মেয়ে সহ ৫ জন বিআরটিসির চাপায় নিহত

সারাদেশঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসের চাপায় চার্জার ভ্যানের ৫ যাত্রী নিহত হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত আরো দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা সকলেই আত্মীয়। ভ্যানে করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান এই তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার কাহারোল উপজেলার দেবীপুর গ্রামের আব্দুল গনীর ছেলে আবুল হোসেন (৫০), তার স্ত্রী আসমা বেগম (৪৫), একই গ্রামের সোহান হোসেনের মেয়ে লামিয়া (৮), বীরগঞ্জ উপজেলার ভাবকী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নাসরিন বেগম (৫০) ও তার মেয়ে রুপা (৮)।

জানা গেছে, সোমবার দুপুরে ২৫ মাইল বাজারে পঞ্চগড়মুখী একটি বিআরটিসির বাসের চাকা পাংচার হলে চলন্ত চার্জার ভ্যানকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। এছাড়াও চার্জার ভ্যানের অপর দুজন আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বিআরটিসি বাসটি চার্জার ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে একটি গাছকে ধাক্কা দেয়।

এ বিষয়ে থানার ওসি আব্দুল মতিন প্রধান জানান, এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter