৪০ রোহিঙ্গা নেতা ভাসানচর পরিদর্শনে

সারাদেশঃ

নোয়াখালীর ভাসানচরে তৈরি করা আশ্রয়ন প্রকল্পটি বসবাসের উপযোগী কি না তা সরেজমিনে পরিদর্শনে গেছেন কক্সবাজারের শরণার্থী শিবিরের ৪০ রোহিঙ্গা নেতা।

আজ ৫ সেপ্টেম্বর, শনিবার সকালে তাদের নিয়ে সেনাবাহিনীর দুটি বাস উখিয়ার ট্রানজিট ক্যাম্প থেকে চট্টগ্রামের দিকে রওয়ানা হয়।

পরে সেখান থেকে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে জলযানে করে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে। ৪০ সদস্যের এই প্রতিনিধি দলে ২ জন নারীও রয়েছেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহবুব আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৪০ জনের প্রতিনিধি দলে প্রতিটি ক্যাম্প থেকে নির্বাচিত রোহিঙ্গা নেতারা রয়েছেন। ভাসানচর পরিদর্শন শেষে আগামী ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তারা কক্সবাজার শরণার্থী ক্যাম্পে ফিরে আসবেন।

কমপক্ষে এক লাখ রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে পাঠানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এই দলের সঙ্গে রোহিঙ্গাদের সহায়তাকারী জাতিসংঘের কোনো সংস্থার প্রতিনিধি বা গণমাধ্যমকর্মীদের রাখা হয়নি।  

সেখানে আগে থেকেই ভাসানচরে আরআরআরসি কার্যালয়ের তিন কর্মকর্তা অবস্থান করছেন বলে জানা গেছে।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter