জাতীয় সংসদঃ
একাদশ জাতীয় সংসদের আরো পাঁচটি সংষদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। পরে তা কন্ঠভোটে পাস হয়।

সংসদে পাস হওয়া সংসদ কমিটির সভাপতি রেওয়াজ অনুযায়ী প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এ বি তাজুল ইসলাম, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা গিনি, অ্যাডভোকেট আবু জাহির, নূর মোহাম্মদ, মঞ্জুর হোসেন, আশিক উল্লাহ রফিক, শওকত হাচানুর রহমান রিমন, ফজলে হোসেন বাদশা ও কাজী ফিরোজ রশীদ।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। কমিটির সদস্যরা হলেন- আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাডভোকেট সাহারা খাতুন, শামসুল হক টুকু, আবদুল মজিদ খান, শহীদুজ্জামান সরকার, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাতীয় পার্টি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

এই কমিটির সদস্যরা হলেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমেদ মজুমদার, ড. বীরেন শিকদার, মোর্শেদ আলম, মঞ্জুর হোসেন ও জাতীয় পার্টি জি এম কাদের।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পুনর্বার সভাপতি হয়েছেন মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। এই কমিটির অন্য সদস্যরা হলেন- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোতাহার হোসেন, নাজমুল হাসান পাপন, নাসির উদ্দিন ও মহিবুর রহমান।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মকবুল হোসেন। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ভূমিমন্ত্রী সায়েফুজ্জামান চৌধুরী জাভেদ, মনোরঞ্জন শীল গোপাল, হাবিবুর রহমান, শাজাহান মিয়া, একাব্বর হোসেন, আনোয়ারুল আবেদীন আনার, মোসলেম উদ্দিন ও নেসার আহমেদ।

উল্লেখ্য, গত রবিবার জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটি গঠিত হয়। এনিয়ে মোট ৬টি কমিটি গঠিত হলো। বাকীগুলোও পর্যায়ক্রমে হবে বলে জানা গেছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily