অনলাইন ডেস্কঃ

যশোরের শার্শা উপজেলার নারিকেলবাড়িয়া ও শিকড়ি এলাকা থেকে প্রায় ৭৫ কেজি সোনার বারসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। সোনাগুলি ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল।

বৃহস্পতিবার রাতে থেকে আজ শুক্রবার সকাল পযর্ন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এই সোনা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার দাম ৩৬ কোটি ৭৭ লাখ টাকা।

আটক তিন ব্যক্তি হলেন শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মো. মহিউদ্দিন এবং বেনাপোলের বাসিন্দা সফুরা খাতুন ও ইসরাফিল।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, ভারতে পাচারের সময় পৃথক অভিযান চালিয়ে ৭৪ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৬৩৬টি সোনার বারসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। তাঁরা সোনা পাচারের বাহক হিসেবে কাজ করছিলেন।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালানের দুটি মামলা দেওয়া হবে। তাঁদের বেনাপোল বন্দর থানার পুলিশের কাছে সোপর্দ করা হবে। এ ছাড়া উদ্ধার হওয়া সোনাও থানায় জমা দেওয়া হবে।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily