অনলাইন ডেস্কঃ

৯ই সেপ্টেম্বর, ২০১৮ ঢাকা। কমওয়ার্ডে ২০১৮ তে শনিবার (৮ সেপ্টেম্বর) ৮৫ অ্যাডভার্টাইজিং ওয়ার্কসকে গ্রান্ড অ্যাওয়ার্ড গালায় পুরস্কৃত করা হয়েছে।

কমওয়ার্ড বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ যা ২০০৯ সাল থেকে এদেশীয় সৃজনশীল যোগাযোগ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ বছর এ আয়োজনের পরিবেশনায় ছিলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। এতে পৃষ্ঠপোষকতা করেছে দ্য ডেইলি স্টার।

গ্র্যান্ড প্রি, গোল্ড এবং সিলভার এই তিনটি র‌্যাংকে পুরষ্কার প্রদান করা হয়। এ বছর ২৩টি ক্যাটাগরিতে পুরস্কার ছিল ২১টি গ্রান্ড প্রিক্স, ৪০টি গোল্ড ও ২৪টি সিলভার। এবারের কমওয়ার্ডে ৫০টি ক্রিয়েটিভ এজেন্সি থেকে মোট ৪৮৭টি আবেদন জমা পড়েছিল। বিজয়ীদের নির্বাচিত করতে চারটি বিস্তৃত জুরি সেশন অনুষ্ঠিত হয় যেখানে দেশের খ্যাতিমান ক্রিয়েটিভ প্রফেশনালসরা এই মূল্যায়ন করেন।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রায় ৫০০ শতাধিক বিজনেস অর্গানাইজেশন, মার্কেটিং ও ক্রিয়েটিভ এজেন্সি অংশ নেয়। কমওয়ার্ডে ক্রিয়েটিভ ইন্ডাষ্ট্রিতে অবদান রাখা ও অন্যদের উৎসাহিত করায় বিশেষ সম্মাননা জানানো হয় সদ্য ৫০ বছর পূর্ণ করা বিটপি এডভার্টাইজিংকে।

ইন্টিগ্রেটেড ক্যাম্পেইন ক্যাটাগরিতে গ্রে বাংলাদেশ এর ‘নিখোঁজ শব্দের খোঁজে’ ক্যাম্পেইন গ্রান্ড প্রিক্স অ্যাওয়ার্ড জিতেছে। কোকা-কোলার এই ক্যাম্পেইনটি সবচেয়ে বেশি আটটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে, যা একটি সিঙ্গেল ক্যাম্পেইনে সর্বোচ্চ অ্যাওয়ার্ড। মোট ৮টি অ্যাওয়ার্ডের মধ্যে ৬টি অ্যাওয়ার্ডই গ্রান্ড প্রিক্স ক্যাটাগরির। নিউ এজেন্সি ক্যাটাগরিতে বেস্ট ক্যাম্পেইন অ্যাওয়ার্ডে গ্রান্ড প্রিক্স পেয়েছে এক্স এর ‘রবি বিজয় ইতিহাস’।

কমওয়ার্ডের উদ্বোধনি বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ডিরেক্টর, ভিজুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালিব প্রিমা বলেন, “সৃজনশীলতাই পারে যেকোন ক্ষেত্র কে মৌলিক ভাবে বদলে দিতে। পৃথিবীর ক্রমাগত পরিবর্তনের সাথে সাথে ব্যবসায় প্রতিষ্ঠান এবং ব্র্যান্ডগুলোকে সৃজনশীলতাকেও আত্মস্থ করতে হবে। তবেই তারা ভোক্তাদের জীবন এবং মনে স্থান করে নিতে পারবে।”

কমওয়ার্ডের ৮ম কমিউনিকেশন সামিটে দেশ-বিদেশের খ্যাতিমান বিশেষজ্ঞরা অংশগ্রহন করেন এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এবারের সামিটের প্রতিপাদ্য ছিল ‘সৃজনশীলতা অপরিহার্য’।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে কমিউনিকেশন সামিট এবং কমওয়ার্ড অনুষ্ঠিত হয়। এ আয়োজনে আরো ছিলো ইভেন্ট পার্টনার লা মেরিডিয়েন, স্ট্রাটেজিক পার্টনার বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম এবং রোয়ারিং লায়ন্স, নলেজ পার্টনার মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ, লাইফস্টাইল পার্টনার এডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস, টেকনোলজি পার্টনার সিম্বল, পি আর পার্টনার মাস্টহেড পি আর, রেডিও পার্টনার রেডিও টুডে, ভিজুয়াল পার্টনার আতশ এবং ডিজিটাল পার্টনার মেলোনেডস।

এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily