সারােদশঃ
দলীয় কোন্দলের জের ধরে খুলনার দিঘলিয়া উপজেলায় আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজিরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামে প্রতিপক্ষের হাতে খুন হন টিপু শেখ (৫০)। তিনি ওই গ্রামের সোনা উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় টিপু বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষের লোকজন প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। পরে এলোপাথারি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত সুপার আনিচুর রহমান বলেন, ‘কয়েকজন টিপু শেখকে ঘিরে ধরে কুপিয়ে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তারা পালিয়ে যায়।’

তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেকে) নেয়ার পথে মারা যান তিনি। গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

গত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরেই নিজ দলীয় প্রতিপক্ষ তাকে খুন করেছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী। আর হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে দিঘলিয়া থানা পুলিশ।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily