রাবি প্রতিনিধিঃ
অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে মারধর করে স্থানীয় কয়েকজন।

রোববার রাতে পার্শ¦বর্তী বিনোদপুর বাজারের ওই ঘটনার প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে মানববন্ধনে অভিযুক্তদের শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা।

রাতের ওই ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিহাব আল কোরাইশ। পরে তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে মতিহার থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মামলার ১নং আসামী মালের মোড় এলাকার রবি, ৪ নং আসামী সিরাজুল ও ৫ নং আসামী উষা।

এদিকে রাতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শোভন এবং লোক প্রশাসন বিভাগের ২য় বর্ষের নাইমুল ইসলাম নাঈম আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যপক ড. লুৎফর রহমান বলেন, অপরাধীদের ধরতে যেনো কোনো শৈথিল্য প্রকাশ না করা হয় সেদিকে নজর রাখতে মতিহার থানাকে বলা হয়েছে।

-জেডজি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily