অনলাইন ডেস্কঃ

হবিগঞ্জে এক বাড়ি থেকে দুই শিশুর গলাকাটা লাশ এবং তাদের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার বিস্তারিত খো্ঁজ নিয়ে জানা যায় নিহতরা মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের মজিবুর রহমান মজিদের স্ত্রী হাদিছা বেগম (২৪), তাদের আড়াই বছর বয়সী মেয়ে মীম আক্তার এবং ৭ মাসের ছেলে মোজাহিদ মিয়া।

এলাকাবাসীদের মতে, দাম্পত্য কলহের জেরে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। তবে স্বজনদের দাবি, এই তিনজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

গত শুক্রবার রাতে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানান, শুক্রবার রাত ৯টার দিকে ব্যবসায়ী মজিদের ঘরে কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন সেখানে যান। বন্ধ ঘরে দেখতে পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না মেলায় এক পর্যায়ে তারা উঁকি দিয়ে দেখতে পান ঘরের ভেতর দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় হাদিছা বেগমের লাশ। আর বিছানায় এক সন্তান মিমের গলাকাটা লাশ পড়ে রয়েছে।

পরে অন্য একটি তালাবদ্ধ কক্ষে ৭ মাসের মোজাহিদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল বলেন, শুক্রবার রাতে ওই গ্রামের কয়েকজন আমাকে ঘটনাটি জানায়। পরে আমি থানায় জানাই। তবে কি কারণে ঘটনা ঘটছে তা এ মুহূর্তে বলতে পারব না।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily