শিক্ষাঃ
এসএসসি ২০২০ সালের ফলাফল প্রকাশের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এবারের পাশের হার ৮২.৮৭ ।


রাজশাহীতে পাশের হার ৯০.৩৭ জিপিএ পেয়েছে ৫৪৪৮৩ জন, চট্টগ্রামে ৮৪.৭৫ জিপিএ পেয়েছে ৫৯০০৮ জন,
ময়শনসিংহে ৮০.১৩ জিপিএ পেয়েছে ৫৭ ৪৩৪জন, দিনাজপুরে ৮২.৭৩ জিপিএ পেয়েছে ৫১২০৮৬ জন, যশোর ৮৭.৩১ ৫১৩৭৬৩ জিপিএ পেয়েছে জন, কমিল্লা ৮৫.২২ জিপিএ পেয়েছে ৫১০২৪৫ জন, বরিশাল ৭৯.৭০ জিপিএ পেয়েছে ৫৪,৪৮৩ জন।

ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবন হুমকির মাঝে রেখে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। সংকট কাটতে থাকলে ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান।

তিনি জানান, আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণার পর পরীক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসে ফল জানতে পারবে। এসএমএসে দু’ভাবে ফল জানা যাবে। ফল প্রকাশের পর নির্ধারিত পদ্ধতিতে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল চলে যাবে। এছাড়া রোল ও রেজিস্ট্রেশন নম্বর নিবন্ধন করলে স্বয়ংক্রিয়ভাবে এসএমএসে ফল চলে যাবে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily