অনলাইন ডেস্কঃ

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে আগুন লাগার ঘটনায় ৬ রোহিঙ্গা মারা গেছেন।

ফায়ার সার্ভিসের বরাতে এএফপির খবরে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাতে ভোরে এই রোহিঙ্গা শিবিরে আগুন লাগে। যা প্রায়  ভোররাত পর্যন্ত অব্যাহত থাকে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা হ্যান সোয়ে বলেন, অনডু চ্যা আশ্রয়শিবিরে প্রায় ৪ হাজার রোহিঙ্গা বসবাস করছে।

সেখানে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মধ্যরাতে লাগা এ আগুনে পুড়ে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মৃতের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন  নারী। অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি ঘর পুড়ে গেছে।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily