অনলাইন ডেস্কঃ

চূড়ান্তভাবে ভুটানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা লোটে শেরিং।

দেশটির ন্যাশনাল এসেম্বলির ৪৭টি আসনের মধ্যে ডাক্তার লোটে শেরিংয়ের দল ‘ডিএনটি’ ৩০টি আসনে জয়লাভ করে।

ডা. লোটে শেরিং এমবিবিএস পাস করেন বাংলাদেশের ময়মনসিংহ মেকিকেল কলেজ থেকে। এরপর জেনারেল সার্জারি বিষয়ে করেন এফসিপিএস। ২০১৩ সালে সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগ দেন তিনি।

এর আগে ১৫ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে তার দল জয়লাভ করে চমক সৃষ্টি করে। সেসময় বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোবগে নির্বাচনে হেরেই ছিটকে পড়েন।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily