অনলাইন ডেস্কঃ

রংপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৩ জন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাজিরহাটে মন্থনা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ সিঙ্গেরগাড়ি এলাকার সাজু (৩৫) ও চান মিয়া (৩৫)।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নওশাদ জানিয়েছেন, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশকোচ ঘটনাস্থলে পৌঁছে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে রংপুরগামী যাত্রীবোঝাই একটি ইজিবাইককে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পর একজন নিহত হন। আহত অবস্থায় আরো তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily