অনলাইন ডেস্কঃ

কক্সবাজারের মহেশখালীতে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র‌্যাব। শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরি ও ব্যবসায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পাশাপাশি বেশ কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছেন বাহিনীর এক কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হাকিম।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি মো. মিনতানূর রহমান জানান, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

তিনি বলেন, র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায়।

এএসপি মিনতানূর আরো জানান, তাদের নিয়ে আরো কারখানার সন্ধানে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে।

এমকে

 

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily