অনলাইনঃ

বিএনপির মহাসচিবের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর একটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার টানারহাট এলাকায় এ হামলার শিকার হন তিনি।

এ সময় বহরে থাকা পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০/১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

মামুনুর রশিদ জানান, গ্রেফতার হওয়া দলের দুই নেতাকর্মীর স্বজনদের সঙ্গে দেখা করতে টানারহাটের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। পথিমধ্যে তার গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কমপক্ষে ১০/১৫ জন আহত হন।

তিনি অভিযোগ করেন, দুপুর একটার দিকে হামলা হলেও তাৎক্ষণিকভাবে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। এমনকি হামলার ৪০ মিনিট পরেও অরক্ষিত ছিলো মির্জা ফখরুলের গাড়িবহর।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily