সারাদেশঃ

যুবলীগের এক নেতাকে গুলি করে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্বরা।  নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। নিহতের নাম  মো. হানিফ (২৪)।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে ইউনিয়নের দক্ষিণ চরশুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কে বা কারা এ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তা জানা না গেলেও জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টর অভিযোগ করে বলেন, ‘এওয়াজবালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. শাজাহানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।’

সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily