ডেস্ক রিপোর্টঃ
আজ নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নওগাঁ ইউনিটের নবগঠিত কমিটির সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী পূর্ববর্তী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিটের ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, ইউনিট লেভেল অফিসার, যুব প্রধান ও অফিস সহকারী উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ইউনিট নির্বাচন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কার্যক্রম বাস্তবায়নের রূপরেখা নিয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতকরণ এবং রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও জনকল্যাণমূলক করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সকলে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন, যাতে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সেবা জেলার প্রত্যন্ত এলাকাসমূহে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
-শি