বাণিজ্য সংবাদঃ

বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, প্রথম বারের মতো ডিজিটাল সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্ম পাওয়ার্ড বাই ব্লকচেইন টেকনোলজি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ওমেগা এক্সিম লিমিটেড-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর এমডি ও সিইও মমিনুল ইসলাম এবং ওমেগা এক্সিম লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো. মাশরুর আলম এই চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান ডি শামস; হেড অব আইটি এন্ড বিজনেস ট্রান্সফরমেশন আলেয়া আর ইকবাল; এমএনসি এন্ড হাই ভ্যালু রিলেশনশিপস-এর ইন-চার্জ সোলাইমান সারোয়ার এবং ওমেগা এক্সিম লিমিটেড-এর ডিরেক্টর রেজওয়ান আলীসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily