অনলাইন ডেস্কঃ

ঢাকার অদূরে ধামরাইয়ে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।

আজ শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের কেলিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সূর্যমুখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের আলফাডাঙ্গা যাওয়ার জন্য গাবতলী থেকে ছাড়ে। ঢাকা-আরিচা সড়কে কেলিয়া এলাকায় বাসটির সঙ্গে ধামরাই থেকে আসা এক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় যাত্রীবাহী বাসটির তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অন্য একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily