অনলাইন ডেস্কঃ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৭২ ক্যান বিয়ারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম-মোঃ আসলাম সিকদার (২২)। মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উত্তরার একটি দল সোমবার রাত ১১.৩০ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার ৭৪ শহীদ তমিজ উদ্দিন আহম্মেদ স্বরণী শিকদার ফিলিং এন্ড সার্ভিস স্টেশন এর সামনে একটি মিনি কাভার্ড ভ্যান তল্লাশী করে উল্লেখিত বিয়ার উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসলাম পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার রামপুর গ্রামের মোঃ মানিক সিকদারের ছেলে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।

সুত্রঃডিএমপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily