অনলাইন ডেস্কঃ

সরকারের বিভিন্ন পদক্ষেপের পর ছাত্র আন্দোলন কিছুটা থেমেছে মনে হলেও কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এর রেশ এখনও রয়েই গেছে। এরকমই এক প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন কয়েকশ ছাক্রী।

তাঁরা পরীক্ষার খাতায় উই ওয়ান্ট জাস্টিস লিখে এর প্রতিবাদ জানিয়েছেন। এটি ঘটিয়েছেন  ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির কমপক্ষে ৩৫০ জন শিক্ষার্থী।

এরপর পরীক্ষার হল থেকে বেরিয়ে প্রতিবাদ জানিয়েছে। তারা কলেজ প্রাঙ্গণে সম্মেলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে স্কুল ত্যাগ করে।

ঘটনাটি গত মঙ্গলবারের। অবশ্য এ ব্যাপারে আজ কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানিনা।

জানা গেছে, ভিকারুননিসার কিছু শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক দুর্ঘটনা আমাদের করণীয় শীর্ষক এক অনুষ্ঠানে। তাদের অনেকেই কলেজের চাপে পড়ে যেতে বাধ্য হয়েছিল। আবার সেখানে গিয়ে নিরাপত্তার বিষয়ে কলেজের শিক্ষকের দায়িত্বহীনতার শিকার হয় তারা।

এর প্রতিবাদে দশম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় এই স্লোগান লিখে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসে।

এদিকে প্রতিষ্ঠানটির একজন সাবেক শিক্ষার্থী এ ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষিকা ফারহানা খানমকে ফোন করলে তিনি শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক শিক্ষার্থীর সঙ্গে ফারহানা খানমের ফোনালাপের অডিও ক্লিপ ও প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ের ভিডিও ছড়িয়ে পড়েছে।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily