অনরাইন ডেস্কঃ

মেহেরপুরে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গত বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার রাজনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মধ্যরাতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বৈঠক করছিলেন। এ সময় অভিযান চালিয়ে বিএনপির ১১ জন ও জামায়াতের আটজন নেতাকর্মীকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে ১২টি ককটেল, বাঁশের লাঠি ১০টি ও তিনটি চার্জার লাইট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

আটকদের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন মেহেরপুর জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। তাঁরা পুলিশে অভিযান বন্ধেরও দাবি জানিয়েছেন।

এর আগে গতকাল ভোররাতে গাংনী থানায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily