আর্ন্তজাতিকঃ
পাঁচ মাস ধরে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়তে চাইলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন, ‘এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী থাকতে পারছি না, দলের সভানেত্রী থাকব। কিন্তু ওরা মানতে চাইল না।’

ভারতীয় গণমাধ্যম ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়, লোকসভা নির্বাচন বিপর্যয়ের কারণ খুঁজতে শনিবার কালীঘাটে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। ওই বৈঠকেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার প্রস্তাব দেন মমতা।

পরে সাংবাদিকদের তৃণমূল নেত্রী বলেন, ‘পাঁচ মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। তিন মাস ধরে নির্বাচন চলেছে। তার আগে দু’মাস ধরে প্রশাসনের নিয়ন্ত্রণ হাতে নিয়েছিল কমিশন। অপমানিত বোধ করছি। সোজা বলেছি, এই পরিবেশে মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে চাই না, দলের সভানেত্রী থাকতে চাই। পার্টি সিম্বল ম্যাটার করে। চেয়ার আমার কাছে কিছু নয়। আগেও অনেকবার ছেড়ে এসেছি। মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার মানসিকতা নেই। ওরা গ্রহণ করেনি।’

মমতা আরো বলেন, ‘আমি সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করি না। আমার বিবেকে লেগেছে। তাই চেয়ার নিয়ে সন্তুষ্ট থাকতে রাজি নই। সারাজীবন লড়াই করেছি। এটাই আমার উদ্দেশ্য। লড়াই চালিয়ে যাব।’
-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily