অনলাইনঃ
পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৫ শিক্ষার্থী। ৩৬তম নিয়োগ পরীক্ষায় নিয়োগ পাওয়া এসব এসআই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন জেলা মহানগর পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করবেন।

খোঁজ নিয়ে জানা যায়, নিয়োগপ্রাপ্তদের মধ্যে কলা অনুষদের একজন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ১৩ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬ জন, ব্যবসায় শিক্ষা অনুষদের ২২ জন, বিজ্ঞান অনুষদের ১২ জন, ইঞ্জিনিয়ারিং অনুষদের তিনজন এবং কৃষি অনুষদের দুইজন। এছাড়া বিভিন্ন বিভাগের ছয়জন শিক্ষার্থী রয়েছেন। মোট ৭৫ শিক্ষার্থী। যাদের মধ্যে মেয়ে শিক্ষার্থী চারজন। বাকি ৭১ জন ছেলে শিক্ষার্থী।

মনোবিজ্ঞান বিভাগ থেকে সদ্য নিয়োগ পাওয়া পুলিশের এসআই সোহেল রানা বলেন, ২০১৮ সালের ২৭ জানুয়ারি থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে প্রশিক্ষণ শুরু হয়। এতে অংশ নেয় ১৩২৪ জন। ২৮ জানুয়ারি আমাদের ট্রেনিং শেষ হয়। এরপর দেশের বিভিন্ন স্থানের পুলিশ ইউনিটে পোস্টিং দেয়া হয়েছে আমাদের।

সমাজকর্ম বিভাগের সোয়ানুজ্জামান, ইন্দ্রজিৎ বর্মণ, শাকিল হোসাইন, জাহাঙ্গির আলম ও মোহাম্মদ মোস্তফা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আব্দুল খালেক, নৃবিজ্ঞান বিভাগের আরিফুল ইসলাম ও শিমুল কুমার দাস।

ব্যবসায় শিক্ষা অনুষদের চার বিভাগের ২২ জন হলেন- হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের আবু বকর সিদ্দিক, আল আমিন, আতিকুল ইসলাম ও আরিফুল ইসলাম। ম্যানেজমেন্ট বিভাগের সাজ্জাদ হোসাইন, নুরুল হাসান, সুজন চন্দ্র সাহা, সাদ্দামুর রহমান, তরিকুল ইসলাম ও হিমানিশ বিশ্বাস।

ফাইন্যান্স বিভাগের সুজন বিশ্বাস, শারমিন নাসরিন ইভা, মোহাম্মদ আলী, শরিফুল ইসলাম, কায়কোবাদ খান পাঠান ও রকিবুল ইসলাম। মার্কেটিং বিভাগের পলাশ আলী, মাহমুদুল হাসান, সুমন মিয়া, জহুরুল ইসলাম, টুম্পা সাহা ও মিজানুর রহমান।

বিজ্ঞান অনুষদের ১২ জন হলেন- ফার্মেসি বিভাগের মনিরুজ্জামান। পরিসংখ্যান বিভাগের দিপংকর রায়, তোহাও চা মং, মোস্তাকিম হোসাইন, শাহজালাল মিয়া ও মিঠুন চন্দ্র রায়। রসায়ন বিভাগের জিয়াউর রহমান ও বাবুল হাসান। পপুলেশন সায়েন্স বিভাগের আসাদুল ইসলাম, গণিত বিভাগের ইয়াকুব আলী, গালিব হাসান ও সোহাগ সাহা।

ইঞ্জিনিয়ারিং অনুষদের তিনজন হলেন- ইনফরমেশন ও কমিনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আজিমুন হক, হাসান মনসুর এবং ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোশাররফ হোসেন। এছাড়া কৃষি অনুষদের দুইজন হলেন- লোকমান হোসাইন ও ফিশারিজ বিভাগের মনিরুজ্জামান।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily