অনলাইনঃ
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক (৭০) আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)।

বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোড়ে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক নগরীর উপশহরের নিজ বাড়িতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাজুল ইসলাম ফারুক ২ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামে।

তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক ১৯৯১-৯৬ সাল পর্যন্ত রাজশাহী-৫ আসনের এমপি ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে মনোনয়ন পাননি তিনি। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily