আন্তর্জাতিকঃ
মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগে তাঁর দুই বছরের কারাদণ্ড হতে পারে। সূত্র- দ্য গার্ডিয়ান।

আমদানি-রপ্তানি আইনে এই মামলায় সু চিকে ১৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এনএলডির এক মুখপাত্র এ তথ্য জানান।

পুলিশ বলছে, মামলার নথি থেকে নেপিডোতে সু চির বাসভবনে সেনা কর্মকর্তারা তল্লাশি চালিয়ে সু চির বাসভবনে একাধিক ওয়াকিটকি পান।

মামলার নথি অনুযায়ী, সু চির বাসভবনে পাওয়া এসব ওয়াকিটকি অবৈধভাবে আমদানি করা হয়েছে। সু চির দেহরক্ষীরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই ওয়াকিটকিগুলো ব্যবহার করেছেন।

আরও পড়তে পারেন:

মিয়ানমারে ফেসবুকসহ সব তথ্য যোগাযোগ সেবা বন্ধ

অবৈধ এইসব ওয়াকিটকি রাখার অভিযোগের মামলায় সু চির সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে গার্ডিয়ান জানিয়েছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily