অনলাইনঃ
ভুয়া এলসি খুলে ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক কে এম ইমরুল কায়েস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মীর আহমেদ আলী সালাম। তিনি জানান, ভুয়া এলসি খুলে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় গত ১০ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান জেসমিন ইসলাম।

হাইকোর্টের দেওয়া ওই আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে তিনি। শুনানি শেষে আপিল বিভাগ গত ১৬ জুন জামিন বাতিল করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily