অনলাইনঃ

রাজধানীর পল্লবীর কালশীতে ১৩ বছরের এক কিশোরী বখাটে যুবকদের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত চার যুবককেই গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

গত ১০ অক্টোবর, শনিবার রাতে একটি মেসে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণের পর গতকাল রবিবার অভিযুক্ত যুবকদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, নোয়াখালী থেকে কয়েকদিন আগে বাবা ও বোনের বাসায় এসেছিল মেয়েটি। সে শনিবার রাতে বাবার সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়ে পথ হারিয়ে ফেলে।

পরে তাকে বাসায় পৌঁছে দেয়ার নাম করে মেসে নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে রাতভর ধর্ষণ করে চার বখাটে। সকালে মেয়েটির চেতনা ফিরলে সে কান্নাকাটি শুরু করলে ওই চারজন পালিয়ে যান। আশপাশের লোকজন এসে ঘটনা শুনে মেয়েটিকে থানায় নিয়ে আসে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ‘মেয়েটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ঘটনা (ধর্ষণ) ঘটেছে। ওই কিশোরীকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে ‘

মেয়েটি বাবার বাসা কোথায় তাও প্রথমে বলতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করে রবিবার বিকালে মেয়েটির বাবাকে খুঁজে পাওয়া যায়। পরে এ ঘটনায় মামলা হয়।

এরই মধ্যে পুলিশ মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলামিন (২৩), মিন্টু (২২), জুয়েল (২৪) ও হৃদয় (২১) নামে চার যুবককে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily