নির্বাচনের পুনঃ তফসিল, ভোট ৩০ ডিসেম্বর

অনলাইনঃ

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে পুন:তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তফসিলে ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর।

আজ সোমবার (১২ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কে এম নুরুল হুদা বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোট আসন্ন জাতীয় নির্বাচনে আসার কথা জানিয়েছে। এটা আমাদের জন্য স্বস্তির বিষয়।

তিনি জানান, পুনঃতফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রাখা হয়েছে ২৮ নভেম্বর। তফসিলের অন্যান্য তারিখ পরে জানানো হবে।

এর আগে, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Print Friendly, PDF & Email
FacebookTwitter