নওগাঁ-২ সংসদীয় আসনের ভোটের তারিখ ঘোষণা

নওগাঁ-২ সংসদীয় আসনের ভোটের তারিখ ঘোষণা

নির্বাচনঃ

একজন সংসদ সদস্য প্রার্থীর মৃত্যুর কারেন স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচনের নতুন তপশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনের নির্বাচন হবে।

আজ সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২৩ জানুয়ারি।

আপিল নিষ্পত্তি ২৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের বৈধভাবে মনোনীত প্রার্থী মো. আমিনুল হকের মৃত্যুতে স্থগিত গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৭ অনুচ্ছেদের (২) দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে উল্লিখিত নির্বাচনি এলাকা হইতে ১ (এক) জন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারগণকে আহ্বান জানাচ্ছে।

গতকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ জয়লাভ করে। তবে ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখে নির্বাচন কমিশন।

স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ আসনের ওই কেন্দ্রের ভোটগ্রহণ হবে আগামী ১৩ জানুয়ারি।

এ আসনে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন একজন, নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। স্থগিত কেন্দ্রে ভোট রয়েছে ৩ হাজার ৯৩২টি।

ভোটের ব্যবধান ৯৮৫। তাই ওই কেন্দ্রের ভোটের ফলাফলের উপর নির্ভর করবে এই আসনে কে বিজয়ী হবেন।

Print Friendly, PDF & Email
FacebookTwitter