অগ্রণী ব্যাংকের কর্মকর্তা করোনা আক্রান্ত, লকডাউন

অগ্রণী ব্যাংকের কর্মকর্তা করোনা আক্রান্ত, লকডাউন

করোনা সংবাদঃ

রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

৮ এপ্রিল, বুধবার সকালে করোনাভাইরাস পজেটিভ পাওয়ার পর শাখাটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত কর্মকর্তা সর্বশেষ গত রবিবার অফিস করেন।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম বলেন, বুধবার সকাল সাড়ে ১১টায় একজন সিনিয়র অফিসার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অবহিত করে শাখাটি লকডাউন করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখা হচ্ছে।

সাধারণ ছুটির কারণে অধিকাংশ সেবা প্রতিষ্ঠান থাকলেও ব্যাংক খোলা রাখা নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। শাখায় আগতরা বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মেনেই ঢুকে পড়ছেন। ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ দূরত্বের কথা বললেই অনেকে ক্ষেপে যাচ্ছেন। আবার অফিসে যাওয়া-আসার পথে নানা বাধার মুখে পড়ছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। এখন দাবি উঠেছে সপ্তাহে মাত্র একদিন ব্যাংক খোলা রাখার।

প্রসঙ্গত, দেশে নতুন করে আরো ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে।

এতে করে দেশে এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২১৮ জনে দাঁড়িয়েছে। আর নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এতে করে করোনায় মোট মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter