আবারও ছুটি বাড়ানোর সিদ্ধান্ত

১৬ মে পর্যন্ত বাড়ছে ছুটির মেয়াদ

ডেস্ক রিপোর্ট:

দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে।

শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তবে ছুটির আদেশ রোববার জারি হতে পারে বলে জানান তিনি।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে টানা ছুটিতে রয়েছে দেশ, যা আগামী ৫ মে শেষ হওয়ার কথা ছিল। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবার ছুটি বাড়ানো হচ্ছে।

ইতোমধ্যে সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

-এফকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter