আরও এক পুলিশ সদস্যের মৃত্যু করোনায়

আরও এক পুলিশ সদস্যের মৃত্যু করোনায়

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়া আরেক পুলিশ সদস্য মারা গেছেন। মারা যাওয়া এ পুলিশ সদস্যের নাম নঈমুল হক (৩৮)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ হেড কোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নঈমুল হকের মৃত্যু হয়। এ নিয়ে পুলিশের আট সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সহকারী মহাপরির্শক (এআইজি) সোহেল রানা জানান, সিএমপির ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন ৩৮ বছর বয়সী নঈমুল হক। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ি গ্রামে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বিশ্ব সাস্থ্য সংস্থার নিয়ম মেনে শুক্রবার রাতোমপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে সিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশের ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়িতে লাশ পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

-এফকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter