কবি ইসমাইল হোসেনের কবিতা ও কথা’র মোড়ক উন্মোচন

শিল্প ও সাহিত্যঃ
কবি ইসমাইল হোসেনের কবিতার বই ‘কবিতা ও কথা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে কবি’র উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।


এ সময় আরও উপস্থিত ছিলেন কবির স্ত্রী ইসরাত জাহান ও মেয়ে ইলমী জাহান। কবি ইসমাইল হোসেন রাপ্তানী উন্নয়ন ব্যুরোর হিসাব রক্ষক পদে কর্মরত আছন। এ ছাড়াও তিনি ন্যাশনাল হেলথ ফাউন্ডেশন, রাজশাহীর লাইফ মেম্বার, কনসালট্যান্ট, ডিজাইন এন্ড ডিজাইনারস, বাংলাদেশ মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত।

কবি ইসমাইল হোসেন রাজশাহী জেলার মালিগাছা গ্রামে জন্মগ্রহন করেন। মাতা জোবেদা খানম, পিতা শমসের আলীর ১১ সন্তানের মধ্যে ৯ম তম সন্তান।

মোড়ক উন্মোচনে জিএম কাদের ও কবি।

কবি ইসমাইল ছাত্রজীবনে ৫ শ্রেনীতে ট্যাল্টেপুলে বৃত্তি লাভ করেন। তিনি রাজশাহী জেলার বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান লাভ করে চরম মেধাবীত্বের পরিচয় দেন।

কবি ইসমাইল হোসেন তার লেখা বইয়ের মূল্য জাতীয় স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনে মানবতার সেবায় দান করে দিয়েছেন।

Print Friendly, PDF & Email
FacebookTwitter