করোনা বদলে দিল শতবর্ষী আইনজীবিদের পোষাক

করোনা বদলে দিল শত বছরের আইনজীবিদের পোষাক

আইন আদালতঃ
বিশ্ব আজ করোনাভাইরাসের (কোভিড-১৯) ছোবলে জর্জরিত। এই প্রাণঘাতী ভাইরাসের প্রকোপে অচল হয়ে পড়েছে মানব সভ্যতা। যার আঘাত লেগেছে বিচারালয়েও।

এতে করে বদলে গেছে শত বছরের পুরনো আইনজীবীদের পোশাক। করোনা পরিস্থিতিতে এমন নির্দেশনা জারি করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

বর্তমান অবস্থায় পরিচ্ছন্নতা বিধি বজায় রাখতে আইনজীবীদের জন্য নতুন ‘ড্রেস কোড’ জারি করে ভারতের সুপ্রিম কোর্ট। এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম জিনিউজ।

নতুন নির্দেশনা অনুযায়ী, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন আইনজীবীদের সাদা শার্ট বা সাদা শাড়ি অথবা সালোয়ার কামিজ ও সাধারণ সাদা নেক ব্যান্ড পরতে হবে। অর্থাৎ করোনা পরিস্থিতিতে আইজীবীদের নির্ধারিত আর পরতে হবে না।

সুপ্রিম কোর্টের ওই নির্দেশনায় আরো বলা হয়, ভার্চুয়াল কোর্ট চলাকালীন কোট পরার প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাধারণত মোটা কালো কোট বাড়িতে পরিষ্কার করাটা প্রায় অসাধ্য। এদিকে করোনা পরিস্থিতিতে বাড়তি সাবধানতার জন্য নিয়মিত পোশাক পরিচ্ছদ ধোয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু এমন পরিস্থিতিতে প্রতিদিন কোট ড্রাই ক্লিনিংয়েও দেয়া অসম্ভব। তাই আইনজীবীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter