স্পোর্টস ডেস্কঃ

ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙে ক্রোয়েশিয়ার। শিরোপা লড়াইয়ে তেমন জ্বলে উঠতে না পারলেও দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখা মদ্রিচ করেন দুটি গোল।

পুরস্কার জিতে তিনি মন্তব্য করেন,  ”আমি এই পুরস্কারে গর্বিত। সমর্থকদের অবিশ্বাস্য সমর্থন আমাকে আরও সুখী করেছে। আপনারা জানেন, হার সত্ত্বেও আমি বড় কিছু অর্জন করেছি কিন্তু আপনি যখন বিশ্বকাপ শিরোপার খুব কাছাকাছি এসে পাবেন না তখন এটা কঠিন।”

বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড এদেন আজার সিলভার বল এবং ফ্রান্সের ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান পেয়েছেন ব্রোঞ্জ বল।

চতুর্থ হয়ে রাশিয়া বিশ্বকাপ শেষ করা ইংল্যান্ডের ফরোয়ার্ড হ্যারি কেইন ৬ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেছেন গোল্ডেন বুট। ৪টি করে গোল নিয়ে গ্রিজমান সিলভার বুট ও বেলজিয়ামের রোমেলু লুকাকু ব্রোঞ্জ বুট পেয়েছেন।

আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily