চীনে নতুন ভাইরাসের ছোবলে ১ জনের মৃত্যু

চীনে নতুন ভাইরাসের ছোবলে ১ জনের মৃত্যু

আন্তর্জাতিকঃ
করোনাভাইরাস বিদায় হতে না হতেই আবির্ভাব হয়েছে নতুন এক ভাইরাসে। তার নাম হন্তাভাইরাস।

এই ভাইরাসেরও উৎপত্তিও সেই চীন। সোমবার সে দেশের ইউনান প্রদেশে হন্তাভাইরাসে মৃত্যু হয়েছে একজনের। একটি বাসে ফিরছিলেন ওই ব্যক্তি। ওই বাসের ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, শেনডং প্রদেশ থেকে ইউনান প্রদেশে যাওয়ার পথে একটি বাসে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। হন্তাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। বাকি ৩২ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, করোনাভাইরাস পরিবারের অন্তর্ভূক্ত হন্তাভাইরাস। ইঁদুর ও কাঠবিড়ালীদের শরীরে থাকে এটি। আক্রান্ত হলে হতে পারে জ্বর, বমি, পেটে ব্যথা, শুকনো কাঁশি ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা।

আক্রান্ত হওয়ার ১০ দিনের আগে এই ভাইরাস পরীক্ষা করলেও ধরা নাও পড়তে পারে। আক্রান্ত ব্যক্তির মধ্যে থাকতে পারে শ্বাসজনিত ও সর্দি-কাশির সমস্যা। লো ব্লাড প্রেসারের সমস্যাও দেখা দিতে পারে আক্রান্ত ব্যক্তির।

এই ভাইরাসে আক্রান্ত হলে দুই সপ্তাহের মধ্যেই তা বৃদ্ধি পেয়ে মানব শরীরে বাসা বাঁধতে শুরু করে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রায় আট সপ্তাহ পর্যন্ত এর উপসর্গগুলো সাধারণ জ্বর, সর্দি-কাশির মতোই। তাই আলাদা করে চেনা মুশকিল।

-বিএস

Print Friendly, PDF & Email
FacebookTwitter