ছয় মাস ধরে বিধবা ভাতা বন্ধ

ছয় মাস ধরে বিধবা ভাতা বন্ধ

ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

এ বছর জুনের পর থেকে ভাতাভোগীরা ভাতা না পাওয়াতে মানবতার জীবন যাপন করছে। উপজেলা ডোমারের বিভিন্ন ইউনিয়নে অসহায় দুস্থ গরীব বিধমা মহিলা-পুরুষদের সরকারের দেওয়া ভাতা করোনার সময় গত জুন মাসে পর পর দুই কিস্থিতে জুন পর্যন্ত অগ্রিম প্রদান করে।

এর পর আর কোন ভাতা প্রদান করা হয়নি, ৫ মাস অতিক্রম হওয়ার পরও সরকার ভাতা প্রদান করছে না। দেশের ১০ ভাগ গরীব দুঃখী মানুষ বয়ষ্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত,প্রতিবন্ধিরা ভাতা দিয়ে জীবন যাপন করে থাকে। ভাতা না পাওয়ার কারনে এসব ভাতা ভোগীরা কষ্টের জীবন যাপন করছেন।

এ ব্যাপারে ডোমার উপজেলা সমজ সেবা অফিসার ফিরোজুল ইসলাম সঙ্গে যোগাযোগ করলে, তিনি বলেন ভাতা ভোগীরা আগামী মাসে প্রথম সপ্তাহে ভাতা পেয়ে যাবে। এ ব্যাপারে ব্যাংক গুলোকে জানানো হবে।

-শি

Print Friendly, PDF & Email
FacebookTwitter